স্টাফ রিপোর্টারঃ পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ ছগিরুল ইসলাম (৪৫) ও মনির হোসেন (৩৫) নামে দুজনকে উপজেলার উত্তর মিঠাখালী (খোষালের বাড়ি) প্রধান সড়কের ওপর থেকে আটক করে। ছগিরুল পৌর শহরের ১ নং ওয়ার্ডের মৃত. করিম খানের ছেলে ও মনির ৬ নং ওয়ার্ড উত্তর কলেজ রোড এলাকার নূরুল ইসলামের ছেলে।
মঠবাড়িয়া থানার এএসআই আজাদ জানান, শনিবার রাতে গেপান সংবাদের ভিত্তিতে উত্তর মিঠাখালী খোষালের বাড়ির সামনের প্রধান সড়কের ওপর থেকে ছগিরুল ও মনিরকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে ৫ পিছ ইয়াবা পাওয়া যায়।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিযন্ত্রন আইনে মামলা হয়েছে। রোববার দুুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।