স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়ায় মহাজোট প্রার্থীর লাঙল প্রতীকের সমর্থকদের হামলায় ইন্ডিপেন্ডেন্ট টিভির পিরোজপুর প্রতিনিধি তামিম সরদারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন মঠবাড়িয়ায় সাংবাদিকরা। শুক্রবার বিকেলে মঠবাড়িয়া প্রেসক্লাবের উদ্যোগে শহরের শহীদ মিনার সম্মূখ সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে স্থানীয় সকল গণমাধ্যম কর্মী, আইনজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
শেষে প্রেস ক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নূর হোসাইন মোল্লা, আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. মজিবর রহমান মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম বাবুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক এইচ.এম আকরামুল ইসলাম, কালের কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি দেবদাস মজুমদার, সমকাল প্রতিনিধি মিজানুর রহমান মিজু, আমাদের সময় প্রতিনিধি ইসরাত জাহান মমতাজ প্রমুখ। সভায় বক্তারা হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবী জানান।
প্রসঙ্গত, পিরোজপুর-৩ আসনে পেশাগত দায়িত্ব পালন কালে বৃহস্পতিবার দুপুরে মঠবাড়িয়া শহরের মিরুখালী টেম্পু স্ট্যান্ড এলাকায় লাঙল প্রতীকের সশস্র একদল সমর্থক তার ওপর সন্ত্রসী হামলা চালায়।