স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় পরিবেশদূষণ ও কৃষিজমিতে অবৈধভাবে গড়ে তোলা একটি ইটপাঁজার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে অভিযুক্ত পাঁজামালিক শামীম মৃধাকে (৪২) এ অর্থদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরান খান। শামীম মৃধা উপজেলার টিকিকাটা (পাঁচশত কুড়া) গ্রামের মৃত সুলতাল মৃধার ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরান খান বলেন, এ অভিযান অব্যাহত থাকবে।