স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া সদর ইউনিয়ন আ‘লীগের আফিস শনিবার রাতে মাঝেরপুল এলাকায় উদ্বোধন করা হয়েছে।
এ সময় ইউনিয়ন আ‘লীগের আ. করিম মোল্লার সভাপতিত্বে বক্তব্য বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা আ‘লীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মো. রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস। জেলা আ‘লীগের সহ-সভাপতি ডা. এম নজরুল ইসলাম, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, আ‘লীগ নেতা মো. ফজলুল হক মনি, নাজমুল আলম টুকু, মো. মানিক শরীফ, শ্রমিক নেতা কামরুল আকন, শ্রমিকলীগ নেতা আবুল কালাম আজাদ, স্বেচ্ছা সেবকলীগ নেতা জাহাঙ্গীর হাওলাদার, ছাত্রলীগ নেতা নজরুল সোহেল, মিজান ফরাজী প্রমুখ।