স্টাফ রিপোর্টার : মানবধিকার প্রতিষ্ঠায় প্রবীণদের স্মরণ-শ্রদ্ধায় এ স্লোগানকে সামনে রেখে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর উদ্যোগে পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে পৌরশহরে একটি র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সদর ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি আ. করিম মোল্লার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কৃষি অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান, প্রবীণ নেতা মুক্তিযোদ্ধা ইসাহাক আলী আকন, মঠবাড়িয়া প্রেসক্লাব সাবেক সভাপতি আব্দুস সালাম আজাদী, রিক কর্মকর্তা স্বপন কুমার অধিকারী, রফিকুল ইসলাম, মো. ওমেদুল হক, মো. আরিফুল ইসলাম, প্রবীণ মোশারেফ হোসেন, ইলিয়াস হোসেন ও আ. ছালাম প্রমুখ।