স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়ার ইফতেদায়ী, দাখিল মাদ্রসা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোর আঙ্গীনা সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল। প্রতি বিদ্যালয়ে লাল সবুজ ফিতায় মোড়ানো সাজানো নতুন বই পেয়ে মহা খুশিতে উচ্ছাসিত শিক্ষার্থীরা। মঠবাড়িয়া পৌর শহর ও ১১টি ইউনিয়নের মাদ্রাসা ও বিদ্যালয় গুলোতে সকাল ১০টা থেকে পাঠ্যপুস্তক বিতরণী উদ্বোধন শুরু হয়।
হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কেএম লতিফ ইনষ্টিটিউশন, উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, মিরুখালী স্কুল এন্ড কলেজ, সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয়, তুষখালী আদর্শ বালিকা বিদ্যালয়, ৫৬নং মডেল সরকারী প্রাথমিক, ৬০ নং দক্ষিণ মিঠাখালী সরকারী প্রাথমিক, ১২১নং পাঁচশতকুড়া প্রাথমিক বিদ্যালয়, মোমেনিয়া দাখিল মাদ্রাসা, টিকিকাটা নূরীয়া ফাজিল মাদ্রাসাসহ ৩৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন জানান, উপজেলার ২১৭টি সরকারী, বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেনে ২৮ হাজার শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ জানান, উপজেলা ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮ হাজার ৩’শ শিক্ষার্থীর মাঝে ২ লাখ ৬৩ হাজার ৩’শ, ৩৭ ইফতেদায়ী ও কিন্ডার কার্টেন মাদ্রাসায় ১২ হাজার ৩’শ শিক্ষাথীর মাঝে ২৭ হাজার ৬’শ, ৪৮টি দাখিল মাদ্রাসায় ১২ হাজার শিক্ষাথীর মাঝে ১ লাখ ৭৮ হাজার ৩’শ পঞ্চাশ বই বিতরণ করা হয়।