স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। রোববার সন্ধ্যায় পৌরসভা মিলনায়তনে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ ক্ষতিগ্রস্তদের মাঝে এ চেক তুলে দেন। ১০ জন ক্ষতিগ্রস্থদের হাতে ১০ হাজার টাকা করে সর্বমোট এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরমেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার জি.এম.সরফরাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, জেলা পরিষদের সদস্য অধ্যাক্ষ আজিম-উল-হক, পৌর আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন আফজাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, প্যানেল মেয়র মজিবর রহমান শিকদার, ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, পৌর কাউন্সিলর মতিয়র রহমান মিলন, কাজী কামাল, সালেহা ইসলাম, শফিকুর রহমান, সরোয়ার হোসেন ছগির, হারুন অর রশীদ, আওয়ামী লীগ নেতা ফজলুল হক মনি, সাবেক কাউন্সিলর হেমায়েত হোসেন, জিল্লুর রহমান, মিজানুর রহমান প্রমুখ।