স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ার সবুজনগর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল লতিফ খানের বড় ছেলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর খান (৭১) আজ সোমবার ভোর পাঁচটার দিকে ঢাকার মিরপুরে তাঁর নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ সোমবার জোহর নামাজবাদ জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে।