স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়া উপজেলার সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজ বিসিএস প্রশাসন সার্ভিসের ২৮তম ব্যাচের একজন কর্মকর্তা । তিনি ২০১০ সালে যশোর জেলায় সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তিতে তিনি ওই একি জেলায় এনডিসি এবং সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিসিএস প্রশাসন একাডেমিতে সহকারী পরিচালক হিসেবে সফল ভাবে দায়িত্ব পালন করেছেন। জি.এম. সরফরাজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে এবং উন্নয়ন অধ্যায়ন বিষয়ে মাষ্টার্স ডিগ্রি অর্জন করে যুক্তরাজ্য সরকারের শিভেনিং স্কলারশিপে মনোনয়ন পেয়ে ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় হতে উন্নয়ন অর্থনীতিতে উচ্চতর ডিগ্রি লাভ করেন। তিনি “ডিজিটাল বাংলাদেশ” পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন করার জন্য যশোর জেলার সহকারী কমিশনার (আইসিটি) হিসেবে জনপ্রশাসন পদক, ২০১৬ (টিম বিভাগে) লাভ করেন। সোমবার বিকেলে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানিয়েছেন মঠবাড়িয়া উপজেলা অফিসার্স ক্লাব। এ গুনি ব্যক্তিকে পেয়ে উপজেলা কর্মকর্তাগণ মঠবাড়িয়ায় সফলতার সাথে কাজ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।