স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়া বেতমোর রাজপাড়ার গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. আব্দুল মজিদ হাওলাদারের কৃতি সন্তান মো. ছগির মিয়া বরিশাল বিভাগের ডিআইজি (প্রিজন) হিসেবে রোববার যোগদান করেন। তিনি ২০০৬ সালে সরাসরি জেলসুপার পদে বাংলাদেশ জেল বিভাগে যোগদান করেন। এরপর তিনি ওয়ান এলেভেনে কারা নিরাপত্তা সেলের, গোপালগঞ্জ, টাংগাইলসহ দেশের অনন্য জেলায় জেল সুপারের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি সিনিয়র জেল সুপার পদে পদোন্নতি পেয়ে এশিয়া মহাদেশের ২য় পর্যায়ের কেন্দ্রীয় কারাগার কাশিমপুর পার্ট-১, পার্ট-২, পার্ট-৩, পার্ট-৪, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে অত্যান্ত সফলতার সাথে সিনিয়র জেলসুপারের দায়িত্ব পালন করে ডিআইজি প্রিজন পদে পদোন্নতি নিয়ে বরিশালে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাট্রবিজ্ঞান বিভাগে অধ্যায়ন করেন। ছগির মিয়া ব্যাক্তিগত জীবনে দুই মেয়ে পিতা।