স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়ার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের আবদুর রব মহোরার (৫৯) লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে শনিবার সকালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে … …রাজিঊন)। তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আবদুর রব পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মৃত্যু আবদুস সাত্তার পঞ্চায়েতের ছেলে ও মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতের মহোরার ছিলেন।
তার মৃত্যুতে আইনজীবী চৌকিবার ও আইনজীবী সহকারী সমিতি শোক প্রকাশ করেন।
শনিবার মাগরিব বাদ মঠবাড়িয়া ঈদগাহ্ মাঠে প্রথম জানাজা ও রাত ৮ টায় গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।