স্টাফ রিপোর্টার : মঠবাড়িয়ায় রাজপাড়া গ্রামের চাঁন মিয়া আকনের মেয়ে সীমা আক্তার (৫) নামের এক শিশুর মঙ্গলবার বিকেলে পানিতে ডুবে মৃত্যু ঘটে।
পারিবারিক সূত্রে জানাযায়, উপজেলার রাজপাড়া গ্রামের চাঁন মিয়া আকনের মেয়ে সীমা আক্তারকে মঙ্গলবার বিকেলে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজা খুঁজির পর বাড়ির একটি পুকুরে মীমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করে।
