পিরোজপুরের মঠবাড়িয়া জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর ও মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো. বেলায়েত হোসেন আকন বৃহস্পতিবার (০৩ অক্টবর ২০১৯) বেলা তিনটার দিকে ঢাকা বিআরবি গ্যাসটো লিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। সম্প্রতি তিনি লিভার সমস্যায় ভুগছিলেন। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য আত্মীয় স্বজনসহ গুনগ্রাহী রেখে গেছেন। আগামীকাল শুক্রবার জুম্মার নামাজবাদ মঠবাড়িয়া কে.এম. লতীফ স্কুল মাঠে তার জনাজা শেষে উপজেলার পাঠাকাটা নিজ আকন বাড়ি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তার মৃত্যুতে জেলা জামায়াতে আমীর অধ্যক্ষ মো. তোফাজ্জেল হোসাইন ফরিদ ও সেক্রেটারি মো. আ. রব মিয়া গভীর শোক প্রকাশ করেছেন। স্টাফ রিপোর্টার।