Tuesday , May 26 2020
সর্বশেষ খবর:

বাংলাদেশ নদীবন্ধু সমাজের কমিটি গঠিত : প্রাণকৃষ্ণ আহ্বায়ক, দেবদাস সদস্য সচিব

স্টাফ রিপোর্টার : অনলাইনভিত্তিক পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ নদীবন্ধু সমাজের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এসো নদীর বন্ধু হই, নদী সুরক্ষায় ব্রতী রই–এই বক্তব্যকে সামনে রেখে সম্প্রতি এ সংগঠনটি কতিপয় পরিবেশ কর্মী মিলে অনলাইনে সংগঠনটি গড়ে তোলেন। আজ সোমবার এ সংগঠনটি সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে। এতে প্রভাষক প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত আহ্বায়ক ও সাংবাদিক ও আলোকচিত্রী দেবদাস মজুমদার কে সদস্য সচিব করে সাত সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যন্য সদস্যরা হলেন, যুগ্ম আহবায়ক অধ্যাপক জহির উদ্দিন মো. বাবর ও অধ্যাপক মাহমুদা বেগম, সদস্য অধ্যাপক মো. জাকির হোসেন, অধ্যাপক সুপ্রভাত মজুমদার ও সিনিয়র শিক্ষক শামীমা সুলতানা।

সংগঠনটি উপকূলের নদী সুরক্ষায় মানুষকে সম্পৃক্ত করতে জনহিতকর পরিবেশ বিষয়ক নানা কর্মপরিকল্পনা গ্রহণ করবে বলে সংগঠন সূত্রে জানাগেছে।

বাংলাদেশ নদী বন্ধু সমাজ এর আহ্বায়ক প্রভাষক প্রাণকৃষ্ণ বিশ্বাস প্রান্ত বলেন, বাংলাদেশের প্রাণের স্পন্দন আমাদের নদী। নদী আমাদের জাতীয় সত্ত্বার এক অনবদ্য অংশ। নদীকে বাঁচিয়ে রাখা তথা এর গতিধারা বাধাহীন চলমান রাখা নদীমাতৃক বাংলাদেশের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব। পরিবেশ ভাবনার তরুণদের নদী সুরক্ষায় বা এর সংরক্ষণে সম্পৃক্ত করে নদীর নানা কর্মসূচি হাতে নেবে। বিশেষ করে সংগঠনটি নদী ভ্রমণ, সরেজমিনে নদী পরিদর্শন, নদীর অর্থনৈতিক ও পর্যটন গুরুত্ব বিশ্লেষণ , নদী বিষয়ে নদী পারের মানুষের সাথে তথ্যের আদান প্রদান , নদী পারের মানুষ ও তরুণ প্রজন্মকে সচেতন করা ইত্যাদি কর্মকাণ্ড পরিচালনা করবে। কেননা নদী বাংলাদেশের জীবন রেখা । নদী বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। নদী বাঁচলেই প্রাণের অস্থিত্ব টিকে থাকবে। সভ্যতা ও সংস্কৃতি টিকে থাকবে। অবহেলিত নদী কেন্দ্রিক মানুষ, জলচর ও জল নির্ভর প্রাণ বৈচিত্র্য সেবা ও বিরূপ পরিবেশ থেকে নিরাপদ-বাসযোগ্য আশ্রয় পাওয়ার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নদীবন্ধু সমাজ বঞ্চিত মানুষের পক্ষে কথা বলা।

 

Comments

comments

Check Also

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় মঠবাড়িয়ায় ৫৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

স্টাপ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় উপজেলার ১টি পৌরসভাসহ ১১টি ইউনিয়নে ৫৯টি আশ্রয় …

মঠবাড়িয়ায় আবারও দুইজন করোনায় আক্রান্ত : বাড়ি লকডাউন

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় আবারও নতুন করে দুইজন করোনা পজেটিভ রোগী সন্ক্ত হয়েছে। রোববার …

error: Content is protected !!