প্রাইম সোস্যাল অর্গানাইজেশন (পিএসও)
প্রধান কার্যালয় : আমির প্লাজা (৩য় তলা) টাওয়ার রোড
মঠবাড়িয়া, পিরোজপুর।
ফোন নং- ০৪৬২৫-৭৫৪০৪, মোবাঃ ০১৭১৮৮৫৭১৬৯, ০১৭২৫৩০৪৮৪৩
E-mail: primengo2008@gmail.com, web: www.psobd.com
প্রাইম সোস্যাল অর্গানাইজেশন (পিএসও) প্রতিষ্ঠানের এনজিও উন্নয়নমূলক কাজ করার জন্যে পিরোজপুর জেলার সকল উপজেলা পর্যায়ে হত দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে কিছু সংখ্যক, সৎ, মেধাবী, উদ্দ্যমী ও অধিক পরিশ্রমী কর্মী নিজ উপজেলায় কাজ করতে আগ্রহী পুরুষ ও মহিলাদের কাছ থেকে আগামী ২৫/০১/১৮ইং তারিখের মধ্যে জরুরী ভিত্তিতে দরখাস্ত আহবান করা যাইতেছে।
পদের নাম:
০১. উন্নয়ন অফিসার ৩০ জন, শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম এইচএসসি বেতন/ভাতা: আলোচনা সাপেক্ষে।
০২. অফিসার গ্রেট- ২, ০৭ জন, শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম বিএ/সমমান, বেতন/ভাতা: আলোচনা সাপেক্ষে।
শর্তাবলী :
১। প্রার্থীকে স্ব-হস্তে লিখিত আবেদনের সরাসরি নির্ধারিত সময়ের পূর্বে নির্বাহী পরিচালক এর বরাবরে পৌছাতে হবে।
২। আবেদনের সাথে অফেরৎযোগ্য ২০০/- (দুই শত) টাকা নগদ অথবা প্রাইম সোস্যাল অর্গানাইজেশন (পি এস ও) নামে পে-অর্ডার জমা দিতে হবে।
৩। আবেদনকারীর বয়সের সময় সীমা ২০ বছর থেকে ৩৫ বছর হতে হবে।
৪। প্রার্থীর সদ্যতোলা দুই কপি পাসপোর্স সাইজের রঙিন ছবি। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক ইস্যুকৃত পরিচয় পত্র। জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি, অভিভাবকের সম্মতিপত্র, সংশ্লিষ্ট পৌরসভার মেয়র/ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রত্যয়ন পত্র ।
৫। অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এবং নিয়োগ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হইবে।
৬। প্রার্থীকে নিজ ব্যক্তিগত তথ্য উল্লেখ পূর্বক মোবাইল নম্বর ও যোগাযোগের ঠিকানা সহ আবেদন করতে হবে।