————————————-
রনজিৎ কুমার শীল
————————————-
জন্ম দিনে জ্বলুক বাতি
দেখব অালোর ফোয়ারা
মহাকাশে উড়ছে সেদিন
স্যাটেলাইটের মহড়া।
মেট্রোরেলের চক্রপথে
ভ্রমণ যদি করতে চাই
বেজায় খুশি ঘোরাঘুরি
শিশু কিশোর বাধা নাই।
দেশবাসীর মুখে হাসি
শেখ হাসিনার অবদান,
উন্নয়নের মহাস্রোতে
সবকিছু করে জয়গান।
পদ্মাসেতুর দ্বিতল পথে
যোগাযোগে পড়ছে ডাক,
দেশের অর্থে সবার স্বার্থে
নিন্দুকেরা ডাকছে নাক।
সমুদ্রেতে নাই তরঙ্গ
জয়ের নিশান উড়ছে তাই,
পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে
দিবা-নিশি বিদ্যুৎ পাই।
পুরস্কারে নাই তিরস্কার
বিশ্ববাসী অবাক হয়,
ডেল্টাপ্লানের মহাস্বপ্নে
অগ্রগতির সিন্ধু জয়।
একাত্তরে শাবাশ তুমি
জানাই তোমায় অাশির্বাদ,
ডিজিটালের উদ্ভাবনে
তোমায় দিলাম সাধুবাদ।
