ইসরাত জাহান মমতাজ : পিরোজপুরের মঠবাড়িয়ার ১২ জন কাব স্কাউট শিশুরা শিগ্রই প্রধানমন্ত্রীর কাছ থেকে শাপলা কাপ অ্যাওয়ার্ড পাচ্ছেন। জেলার ২৩টি শাপলা কাপ অ্যাওয়ার্ড এর মধ্যে মঠবাড়িয়ায় ১২টি পেয়ে শতভাগ ফলাফলের রেকর্ড অর্জন করেছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর ২০১৭ সালে কাব স্কাউট শিশু শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জনের লক্ষ্যে বরিশাল বিভাগে উপজেলার বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এতে পিরোজপুর জেলায় ২৭ জন কাব স্কাউট শিশুরা অংশগ্রহণ করলেও সম্প্রতি ফলাফলে মঠবাড়িয়ার ১২জনের মধ্যে ১২ জন উর্ত্তীণ হয়ে শতভাগ রেকর্ড অর্জন করতে স্বক্ষম হন।
অ্যাওয়ার্ড প্রাপ্তরা হোল, ৫৬ নং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাব্বির রহমান, অমিত সিকদার, প্রিয়ন্তী বড়াল, ৬৯ নং বকসির ঘটিচোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নাইফ ওয়াসিফ বিন কবির, তানিয়া আক্তার, তাহিরা আহম্মেদ ¯েœহা, মন্দিরা দেবী বৃন্তী, ৬৮ নং পশ্চিম সেনের টিকিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের রাইয়ান মোস্তফা তুষার, সাবিহা আফরিন, ৭৩ নং রাজপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফয়সাল হোসেন, ১৬০ নং ঘটিচোরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের খালিদ মাহমুন, ৬৫ নং সূর্যমনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোস্তাকিন ইবনে মুসফিক।
উপজেলা শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন শাপলা কাব অ্যাওয়ার্ড শতভাগ পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।