স্টাফ রিপোর্টার : পিরোজপুরের-৩ মঠবাড়িয়া আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজের এলাকায় ব্যাপক গণসংযোগ শরু করেছে। সোমবার দুপুরে মিরুখালী ইউনিয়নের ভগিরথপুর বাজাওে ব্যবসায়ী, শিক্ষকসহ স্থাণীয় গন্যমান্য ব্যাক্তি বর্গেও সাথে মতবিনিময় সভা করে এ গণসংযোগ শুরু করেন।
এ সময় ওই এলাকার কৃতি সন্তান জেলা পরিষদ সদস্য ইলিয়াস উদ্দিন হেলাল মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক ও টিকিকাটা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দার, সাবেক কাউন্সিলর ও পৌর আ’লীগ সহ-সভাপতি হেমায়েত উদ্দিন, বড় মাছুয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদার, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর কবির, অবসরপ্রপ্ত প্রধান শিক্ষক আ. লতীফ মাষ্টার, পৌর যুবলীগ সভাপতি তৌহিদ মাসুম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল সোহেল, ইউনিয়ন ছাত্রলগি সভাপতি লাভলু তালুকদার প্রমুখ।