ইসরাত জাহান মমতাজ : মঠবাড়িয়ার ইউএনও এসএম ফরিদ উদ্দিন পুনরায় পিরেরাজপুর জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০১৭ এ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রম, মা সমাবেশ, ঝড়ে পড়া রোধ, কাপ স্কাউট সম্প্রসারণসহ প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত করা হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসক খায়রুল আলম শেখ এর সভাপতিত্বে বৃহস্পতিবার বাছাই কমিটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদারের স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানান ।
উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, মঠবাড়িয়ার ইউএনও জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় আমরা গর্বিত। তাকে শিক্ষা বিভাগের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।
উপজেলা নির্বাহী অফিসার এসএম ফরিদ উদ্দিন বলেন, এ সম্মান আমার একার নয় সকল মঠবাড়িয়াবাসীর। উপজেলা পরিষদ, প্রশাসন ও মঠবাড়িয়াবাসী সহযোগিতায় আমি জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হতে পেরেছি।
উল্লেখ্য, এসএম ফরিদ উদ্দিন ২০১৬ সালেও জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হয়েছিলেন।