মঠবাড়িয়া প্রতিদিন ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস আঘাত হেনেছে বাংলাদেশেও। রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তি সংগঠনগুলো নিজ উদ্যোগে যে যার মতো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। সেই দলে যুক্ত হয়েছে ‘মঙ্গল আলোয় ফাউন্ডেশন’। গত বৃহস্পতিবার নবপ্রতিষ্ঠিত এই সংগঠনের উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, জিগাতলা ও মাটিকাটা এলাকায় মানবিক সহায়তা করা হয়।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, ‘আলোকিত করি পৃথিবী’–এই শ্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করেছে মঙ্গল আলোয় ফাউন্ডেশন। পবিত্র শবেবরাত উপলক্ষে সংগঠনের সদস্যরা মোহাম্মদপুর, আদাবর, জিগাতলা ও মাটিকাটা এলাকায় নিম্নমধ্যবিত্ত অর্ধশত পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, তেল, লবণ ও পেঁয়াজ ঘরে ঘরে পৌঁছে দেন। সংগঠনটি প্রাথমিকভাবে একশটি পরিবারের মধ্যে এসব খাবার পৌঁছে দেয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরো বলা হয়, করোনাভাইরাসের কারণে কর্মহীন অসহায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলো খাদ্য সঙ্কটে রয়েছে। তাই মঙ্গল আলোয় ফাউন্ডেশন এসব পরিবারের প্রতি মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করছে।