স্টাফ রিপোর্টার : নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ মঠবাড়িয়ার সাংস্কৃতি নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার বিকেলে ইউএনও’র সভাকক্ষে মতবিনিময় সভায় ৮টি সাংস্কৃতিক সাংগঠনের সভাপতি ও সম্পাদক মন্ডলি উপস্থিত ছিলেন। নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ সভায় ধার করা কিংবা প্রভাবান্বিত সাংস্কৃতিকে পরিহার করে বাঙালি সংস্কৃতি চর্চার মাধ্যমে মঠবায়িায় সমাজের সাহিত্য, সংগীত, ললিত কলা, ক্রিড়া, মানবিকতা, জ্ঞান, আচার-আচরণ, বিশ্বাস, রীতিনীতি, নীতিবোধ, চিরাচরিত প্রথা, সমষ্টিগত মনোভাব, সামাজিক প্রতিষ্ঠানে জ্ঞানের উৎকর্ষ ও আরো অনেক শান্তি ও সৌন্দর্য্যের সমাহার তৈরীর আহবান জানান। তিনি শিল্প সংস্কৃতি চর্চা ও মানবিক গুনাবলী উন্নয়নে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষে মঠবাড়িয়ার সকল সামাজিক, রাজনৈতিক, সাংকৃতি সংগঠন ও ব্যক্তিবর্গের সহযোগিতা চেয়েছেন।