Saturday , June 6 2020
সর্বশেষ খবর:

নবজাতক সেই জমজ শিশুদের পাশে এবার ‘ছোট্ট মনুদের জন্য ভালোবাসা’ সংগঠন

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় সেই নবজাতক জমজ শিশুদের পাশে এবার অনলাইন স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছোট্ট মনুদের জন্য ভালোবাসা’। বৃহস্পতিবার সকালে সংগঠনের সদস্যরা পৌর শহরের ৮নং ওয়ার্ডের অটো চালক জীবন মিয়া ও তানিয়া বেগম দম্পতির বাড়ি হাজির হন ওই শিশুদের জন্য নানা উপহার সামগ্রী নিয়া। এ সময় ওই দম্পতির হাতে তুলে দেয়া হয় শিশুদের ভরনপোষনের জন্য নগদ পাঁচ হাজার টাকা, পরিবারের জন্য ঈদ সামগ্রী ও শিশুদের ঈদের নতুন দুই সেট করে পোশাক।
এ সময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন, নাসির উদ্দিন, রাজিব কুমার সাহা, সাইফুল ইসলাম, বেল্লাল হোসাইন, সিফাত উদ্দিন সিপন প্রমুখ।
জানাগেছে, লকডাউনের কারনে নবজাতক শিশুদের পিতা অটোচালক জীবন মিয়ার কোন আয় রোজগার না থাকায় সংকটে দিন কাটছিল পরিবারটির। প্রাইভেট ক্লিনিকে তাদের জমজ শিশু জন্ম নেয়ার পর হাসপাতালের বিলসহ শিশুদের ওষুধ পথ্য কিনতে তাদের ধারদেনা করতে হয়েছে। তাইতো সংকটের কথা জানিয়ে সমাজের বিত্তবানদের কাছে শিশুদের পাশে দাঁড়ানোর আকুতি জানিয়েছিলেন ওই শিশুদের মা তানিয়া বেগম। ইতিমধ্যে সাহায্যের হাত বাড়িয়েছে অনেকেই।

 

Comments

comments

Check Also

মঠবাড়িয়ায় আম্ফানে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : ঘুর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ …

মঠবাড়িয়ায় মাঝেরচরের দুর্গত পরিবারে প্রধানমন্ত্রীর দেয়া উপহার খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : করোনা সংকট ও ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্থ এলাকা মঠবাড়িয়ার বেতমোর ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন …

error: Content is protected !!