টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা সংকটকালিন কর্মহীন অস্থায়ী বেঁদে পল্লীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেয়া শিশু খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১১ মে) সকালে উপজেলার তুষখালী লঞ্চঘাটের কাছে বেঁদে পল্লীর পরিবারগুলির মাঝে এ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস
জানাগেছে, গত একমাস আগে মঠবাড়িয়ার তুষখালী লঞ্চঘাটের কাছে বেশকিছু বেঁদে পরিবার ভাসমান বসতি গড়েন। করোনা সংকটে এ পরিবারগুলো কর্মহীন হয়ে পড়ায় খাদ্য সংকট দেখা দেয়।
উপজেলা প্রশাসন খবর পেয়ে ওই বেঁদে পরিবারগুলোতে সোমবার সকালে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেয়া শিশু খাদ্য সামগ্রী পৌঁছে দেন।