স্টাফ রিপোর্টার : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের (অবসরপ্রাপ্ত) অতিরিক্ত সচিব মিরুখালী ইউনিয়নের ছোটহারজী গ্রামের মৃত দ্বীন বন্ধু বেপারীর পুত্র মুক্তিযোদ্ধা দ্বিজেন্দ্র নাথ (ডিএন) বেপারী চলে গেলেন না ফেরার দেশে। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার উত্তরাস্থ আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুর ২টা ৪৫মিনিটে মৃত্যু বরণ করেন (দিবাং লোকানু স্বগচ্ছতি)।
মৃত্যুকালে তার বয়স ছিল (৭৫) । তিনি দুই ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার উপজেলার ছোটহারজী গ্রামের বাড়ি পারিবারিক সমাধিতে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
সাবেক অতিরিক্ত সচিব মুক্তিযোদ্ধা ডি.এন বেপারীর মৃত্যুতে মঠবাড়িয়ার প্রেস ক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী সাবেক সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফয়সাল প্রিন্সসহ মঠবাড়িয়ার সকল সাংবাদিক বৃন্দ গভীর শোক প্রকাশ করেন।
