স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় টিকিকাটা নূরিয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান মাদ্রাসা মিলানায়তনে সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে। এ নবীন বরণ ও সবক অনুষ্ঠানে প্রায় ৯০ জন শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নেয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভার্নিং বডির সহ-সভাপতি মো. মোসলেহ্ উদ্দিন বাবুল মৃধা।
বরণ শেষে এক আলোচনা সভায় মাদ্রাসার অধ্যক্ষ মাও: মো. আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য দেন, উপাধ্যক্ষ মাও: সিদ্দিকুর রহমান, প্রভাষক উদয় শংকর ভক্ত, মাও: শিহাব উদ্দিন, মাও: কাজী ওবাইদুল্লাহ, মো. আরিফুল হক, মো. শহিদুল ইসলাম, শিক্ষার্থী মো. মামুনুর রশিদ, মো আবু সালেহ্, মোসা. শাকিলা প্রমুখ। সব শেষে সকল শিক্ষার্থীদের ভবিষ্যৎ শুভ কামনায় দেয়া ও মোনাজাত করা হয়।