স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় পার্টির ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সোমবার হয়েছে। এ উপলক্ষে জাতীয় পার্টির কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টিতে সদ্য যোগদানকারি পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী।
সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি নাজমুল আহসান কবিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, পৌর জাতীয় পার্টির নেতা নূরু মিয়া, উপজেলা যুব সংহতির সভাপতি মিজানুর রহমান দুলাল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম টুকু, সাংগঠনিক সম্পাদক সাব্বির মৃধা, স্বেচ্ছা সেবক পার্টির সভাপতি রহমান আল নোমান, সাংগঠনিক সম্পাদক বেল্লাল সরদার, ছাত্র সমাজের সভাপতি ইউসুফ হোসেন, সাধারণ সম্পাদক মিরাজ ফরাজী প্রমুখ।
এ সময় বিএনপি নেতা আমির হোসেন বিএসসিসহ বিভিন্ন দলের শতাধিক নেতৃবৃন্দ জাতীয় পার্টিতে যোগদান করেন।