স্টাফ রিপোর্টার : অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “ছোট্ট মনুদের জন্য ভালবাসা” সংগঠনের উদ্যোগে শুক্রবার সকালে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। মঠবাড়িয়া প্রেস ক্লাবে কুইজ প্রতিযোগিতার পুরস্কার হিসেবে এ চারা বিতরণ করা হয়।
প্রেস ক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সংগঠটির উপদেষ্টা প্রভাষক জুলহাস শাহিন, সাংবাদিক জুলফিকার আমীন সোহেল, সংগঠনের মঠবাড়িয়া শাখার সভাপতি সাংবাদিক শিবাজী মজুমদার শিবু, সাবেক পৌর আহবায়ক রাজীব সাহা, পৌর সাংগঠনিক সম্পাদক পলাশ বৈরাগী, গণ সংযাগ বিষয়ক সম্পাদক এইচ এম বেল্লাল, মঠবাড়িয়া শাখার তথ্য ও গবেশনা বিষয়ক সম্পাদক রাসেল রায়হান, ঢাকা মহানগর শাখার সদস্য তানভীর আহম্মেদ মিরাজ, মো. মুন্না।