Wednesday , June 3 2020
সর্বশেষ খবর:

ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় মঠবাড়িয়ায় ৫৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

স্টাপ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় উপজেলার ১টি পৌরসভাসহ ১১টি ইউনিয়নে ৫৯টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার ঊর্মী ভৌমিক জানান, মঠবাড়িয়ায় ১টি পৌরসভাসহ ১১টি ইউনিয়নে ৫৯টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে। এ আশ্রয়কেন্দ্রগুলি সম্পূর্ন প্রস্তুত রাখা হয়েছে। এসব ঘুর্নিঝড় আশ্রয় কেন্দ্রে স্থাণীয়দের আশ্রয় নেয়ার পর অতিরিক্ত প্রয়োজন হলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ প্রয়োজন অনুযায়ী স্কুল, কলেজ ও মাদরাসার ভবন আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যাবহার করা হবে। এ ব্যাপারে শিক্ষক, ইউপি চেয়ারম্যান ও সিপিপি সদস্যদের দিক নির্দেশনা দেয়া হয়েছে। এ সব আশ্রয় কেন্দ্রগুলো থাকার জন্য উপযুক্ত করার কাজ চলছে সেখানে বিদ্যুৎ সংযোগ, পানির ব্যবস্থা ও পয়: নিস্কাসনসহ আশ্রয় কেন্দ্রে থাকাদের জন্য খাবারের ব্যাবস্থার কাজ চলছে। তিনি আরো জানান, উপজেলা দূর্যোগ ও ব্যাবস্থাপনা কমিটির প্রস্তুতি সভার মাধ্যমে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

Comments

comments

Check Also

পিরোজপুরের মঠবাড়িয়ায় পাঁচ গ্রামে রোববার ঈদ-উল-ফিতর

স্টাফ রিপোর্টার : সৌদী আরবের সাথে মিল রেখে পিরোজপুরের মঠবাড়িয়ার পাঁচ গ্রামের শুরেশ্বর পীরের অনুসারীরা …

অপহরণের ১৩দিন পর মঠবাড়িয়া থেকে যুবক উদ্ধার

স্টাফ রিপোর্টার : অপহরণের ১৩দিন পর মো. জহিরুল ইসলাম মোল্লা (২৩) নামের এক যুবকে পিরোজপুরের …

error: Content is protected !!