স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ার দাউদখালী ইউনিয়নের গিলাবাদে জাতির জনক বঙ্গবন্ধু এতিখানা, মসজিদ ও ঈদগাহ কর্তৃপক্ষের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এতিমখানা ঈদগাহে প্রতিষ্ঠানের সভাপতি সাবেক ইউপি সদস্য মো. আনোয়ার হোসেন মনুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. শাহ আলম খান, এতিমখানার প্রতিষ্ঠাতা মাওলানা মো. শহীদুল ইসলাম, মো. আলমগীর হোসেন, মো. দেলোয়ার হোসেন মাতুব্বর প্রমুখ। শেষে মাওলানা মো. আফজাল হোসেনের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং তবারক বিতরণ করা হয়।