মঠবাড়িয়া প্রতিদিন ডেস্ক : বাংলাদেশে সব ধরনের গণপরিবহন আগামী ১১ই এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। শনিবার এই তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘‘পরিবর্তিত পরিস্থিতিতে জনস্বার্থের কথা বিবেচনা করে আগামী ১১ই এপ্রিল পর্যন্ত দেশব্যাপী সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখার অনুরোধ করছি। এ পর্যন্ত আপাতত বন্ধ রাখবেন, পরবর্তী সিদ্ধান্ত পরে জানা হবে।’’
তবে জরুরি সেবার জন্য পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান, পচনশীল দ্রব্য, ত্রাণবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে বলে জানান মন্ত্রী। তবে এসব যানবাহনে মানুষ পরিবহন করা যাবে না বলেও তিনি জানান তিনি।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৪শে মার্চ থেকে বাংলাদেশের সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়। রেল, সড়ক, নৌপথের পাশাপাশি বন্ধ করে দেয়া হয় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচলও। সূত্র : বিবিসি।