স্টাফ রিপোর্টার : উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো প্রকল্পের আওতায় পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে ৫৩ কোটি টাকা ব্যয়ে সুপেয় পানি সরবরাহ প্রকল্পের কাজ শুরু হচ্ছে। এ উপলক্ষে রোববার বিকেলে শহীদ মিনার প্রাঙ্গনে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।অবহিতকরণ সভায় স্বাগত বক্তব্যে মঠবাড়িয়া পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগ সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস বলেন, খুব শীঘ্রই মঠবাড়িয়া পৌরবাসীর সুপেয় পানির সংকট দুর হবে।
এ ছাড়া আরও বক্তব্য রাখেন রাজশাহী জেলা পুলিশ কর্মকর্তা নিহার রঞ্জন, সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী অফিসার জি.এম. সরফরাজ, থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক হারুন অর রশিদ খান, প্রচার সম্পাদক ফজলুল হক মনি প্রমুখ। পরে প্রকল্প কাজের ঠিকাদার কামরুজ্জামান সিকদার কামালের সাথে পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসের একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
