স্টাফ রিপোর্টার : সকল জল্পনা-কল্পনা ও উৎকন্ঠার অবসান ঘটিয়ে অবশেষে মঠবাড়িয়া কেএম লতীফ ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচান সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে বিদ্যালয়ের সভা কক্ষে এক সভায় সর্ব সম্মতিক্রমে তৃতীয়বারের মত উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর সভাপতি নির্বাচিত হয়েছেন।
পরে এক পরিচিতি সভায় বক্তব্য রাখেন, বিদ্যালয়ের নবাগত দাতা সদস্য অধ্যক্ষ আজীম-উল-হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, সাধারণ সদস্য সাবিনা ইয়াসমিন, লোকমান হোসেন খান, ফজলুল হক মনি, মাকসুদা আক্তার, বাদল কৃষ্ণ ওঝা, শিক্ষক মনিরুউজ্জামান প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।