স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কে.এম লতীফ ইনস্টিটিউশনে চার দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শনিবার সকালে বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের সচিব (ভারপ্রাপ্ত) মো. নাসির উদ্দিন আহমেদ।
এ সময় ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুল হক সেলিম মাতুব্বরের সভাপতিত্বে অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী, মঠবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজ, বিদ্যালয়ের দাতা সদস্য অধ্যক্ষ আজিম-উল-হক, বিএনপি নেতা কর্নেল শাহজাহান মিলন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, শিক্ষক নেতা আবদুর রাশেদ হাওলাদার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ফজলুল হক মনি, বাদল চন্দ্র ওঝা প্রমুখ।