স্টাফ রিপোর্টার : ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া বাজারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. ময়নাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃহস্পতিবার সকালে আউটলেটটি উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও মঠবাড়িয়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বাশার বাদশা, আমুয়া ইউপি চেয়ারমান আমিরুল ইসলাম সিকদার, ছোনাউটা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জকি উদ্দিন, বুকাবুনিয়া ইউপির সাবেক চেয়ারমান মীর আসাদুজ্জামান আসাদ।ব্যাংকের আমুয়া শাখা আউটলেটের এজেন্ট মল্লি রুম্মান আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ছোনাউটা ফাজিল মাদ্রাসার ইংরেজী প্রভাষক আলমগীর কবির, মাস্টার আনছার উদ্দিন, ব্যবসায়ী মুরাদ তালুকদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যাংকের পাথরঘাটা শাখার সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মো. আব্দুল দাইয়ান।