স্টাফ রিপোর্টার : করোনাভাইরাস সচেনতায় মঠবাড়িয়া পৌর শহরের পাড়া-মহল্লাসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। সোমবার রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) আ জ মো. মাসুদুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশ পৌর শহরের প্রধান প্রধান সড়ক, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ডসহ শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালায়। এ সময় পথচারী, দোকানদার ও যাত্রীদের করোনা থেকে রক্ষা পেতে মাস্কসহ নিরাপদ সামগ্রী ব্যবহার করার পরামর্শ প্রদান করা হয়। একই সাথে জটলা বেঁধে হাটা ও জনসমাগম না করার জন্য এবং মাস্ক না পরে ও বিনা কারণে বাইরে হাঁটাহাঁটি বা আড্ডা না দেয়ার জন্য পরামর্শ দেয়া হয়। এ সময় মঠবাড়িয়া থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।