মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ার মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজ এইচএসসি পরীক্ষায় পরপর দুইবার ভাল ফলাফল ও উপজেলার সেরা কলেজ নির্বাচিত হওয়ায় আজ রবিবার একটি আনন্দ শোভাযাত্রা বের করে। কলেজের শিক্ষক, গভর্নিং বডির সদস্য, অভিভাবকরা ও প্রায় সহস্রাধীক শিক্ষার্থীরা শোভাযাত্রাটি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
শেষে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ আজীম-উল-হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, কলেজ গভর্নিং বডির সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস, সদস্য মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, আরিফ-উল-হক, জাহিদ উদ্দিন পলাশ, অধ্যাপক মো. ইকতিয়ার হোসেন পান্না, জুলহাস শাহীন, প্রশান্ত মিত্র প্রমুখ।
উল্লেখ্য, মঠবাড়িয়া পৌর শহরের মহিউদ্দিন আহম্মেদ মহিলা কলেজ পরপর দুইবার এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলায় সেরা কলেজের স্বীকৃতি অর্জন করে। জাতীয় নেতা ও ভাষা সংগ্রামী প্রয়াত মহিউদ্দিন আহম্মে পান্না মিয়া ১৯৯১ সালে নারী শিক্ষা বিস্তারে কলেজটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে কলেজটি আবাসিক কলেজ হিসেবে সহস্রাধীক ছাত্রী এ প্রতিষ্ঠানে অধ্যায়নরত রয়েছে।