স্টাফ রিপোর্টার : বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী মঠবাড়িয়া শাখার সহসভাপতি ও মঠবাড়িয়া পৌর শহরের মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রি কলেজ রোডে নিবাসী মরহুম আব্দুল লতীফ জমাদ্দার বাদশা মিয়ার জেষ্ঠ পুত্র মোঃ মাসুদ মিয়া বৃহস্পতিবার রাত ১১টার সময় ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে স্ট্রোকজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও এক পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার জুম্মাবাদ পৌর শহরের দক্ষিন বন্দর জামে মসজিদ ময়দানে প্রথম জানাজা ও উপজেলার বেতমোর ইউনিয়নের ঘোপখালী গ্রামে তাঁর নিজ বাড়ি (জমাদ্দার বাড়ি) বিকেল ৪টায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। তার মৃত্যুতে উদীচী শিল্পী গোষ্ঠী মঠবাড়িয়া শাখা গভীর শোক প্রকাশ করেছে।