স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় ইসলামী ব্যাংকের ৩২৬তম শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে পৌর শহরের দক্ষিণ বন্দর সোহাগ প্লাজায় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচারক মো. মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে এ শাখার শুভ উদ্বোধন করেন।
ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আলতাফ হোসেন, সিনিয়ন ভাইস প্রেসিডেন্ট ও অঞ্চল প্রধান মো. আবদুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, আ’লীগ সাধারণ সম্পাদক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর, পৌরসভার প্যানেল মেয়র মঞ্জুর রহমান শিকদার, বণিক সমিতির সভাপতি আলহাজ্ব শামসুল আলম, সাধারণ সম্পাদক শামসুল আহসান খোকা প্রমূখ। শেষে কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ঈমাম মাও. সিদ্দিকুর রহমান দোয়া পরিচালনা করেন।

SONY DSC