স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ইদ্রিস তালুকদারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা চেষ্টার মামলার ১৯ আসামি জেল হাজতে। মঙ্গলবার সকালে ওই মামলার ২০ আসামী মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক বেল্লাল হোসেন ৪ জনের জামিন মঞ্জুর করে বাকি ১৬ জনকে জেল হাজতে প্রেরণের নিদের্শ দেয়।
অপরদিকে সোমবার রাতে থানা পুলিশ উপজেলার ভগিরথপুর এলাকায় থেকে ওই মামলার প্রধান আসামি শাহিন তালুকদার (৪৫), স্বপন তালুকদার (৫০) ও আল মামুন (৩২) কে গ্রেফতার করে আদালতে হাজির করলে তাদেরকেও জেল হাজতে পাঠায় বিজ্ঞ বিচারক।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ নূর আমিন জানান, হত্যা চেষ্টা মামলার বাকি ৫ পলাতক আসামিকে গ্রেফতারে থানা পুলিশ তৎপর রয়েছে।
উল্লেখ্য, উপজেলার ধানীসাফা ইউনিয়ন বিএনপি নেতা হাবিব তালুকদার হত্যা মামলার ২নং আসামী ইউপি সদস্য ইদ্রিস তালুকদার বাড়ি ফেরার পথে গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় তুষখালী লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পূর্বে ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে দু’পা ও ডান হাত গুড়িয়ে দেয়। সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইদ্রিস তালুকদারের দুই পা কেটে ফেলতে হয়। এ ঘটনায় ইউপি সদস্য ইদ্রিস তালুকদারের স্ত্রী সেলিনা বেগম বাদী হয়ে ২৮ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন।