স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া সদ্য যোগদানকারি উপজেলা নির্বাহী অফিসার জি. এম. সরফরাজকে সংবর্ধনা দিলেন মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। শনিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মিয়া ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি. এম. সরফরাজ, সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মাইনুল আহসান, সহ-সভাপতি মো. সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ মৃধা, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন লিটন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ওয়ালিউল ইসলাম মিন্টু, অর্থ বিষয়ক সম্পাদক ওয়াদুদ সিকদার পেরু, তথ্য ও প্রচার সম্পাদক এজাজ চৌধুরী, দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, সদস্য রিয়াজ উদ্দিন আহম্মেদ, জুলফিকার আমীন সোহেল, শহিদুল ইসলাম বাবুল, দেলোয়ার হোসেন, মো. ফয়সাল, বড় মাছুয়া ইউনিয়ন সন্তান কমান্ডের সভাপতি মো. জাকির হোসেন ফরাজী, সহ-সভাপতি এইচ এম মারুফ প্রমুখ।