স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রী। শহরের দক্ষিণ বন্দরের ব্যাবসায়ি হাজী মো. আল-আমিনের ছেলে মোমিনিয়া মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্র ফোরকানের সাথে একই এলাকার সৌদি প্রবাসী জামাল তালুকদারের মেয়ে কেএম লতিফ ইনস্টিটউশনের ১০ম শ্রেণীর ছাত্রী লাইজু আক্তারের গোপনে বিয়ের আয়োজন করে মেয়ে পক্ষ। এ সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার জি.এম. সরফরাজ এর নির্দেশে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার শহরের দক্ষিণ বন্দর বাসায় গিয়ে মঙ্গলবার রাতে বিয়ে বন্ধ করে দেন এবং বর পক্ষের কাছ থেকে মুছলেখা নেয়া হয়।
