স্টাফ রিপোর্টার : গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তেতুলবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য দুর্ধর্ষ ডাকাত ইদ্রিস ফরাজি (৪২) কে গ্রেফতার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। পুলিশ এ সময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। গ্রেফতারকৃত ডাকাত ইদ্রিস ফরাজি উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের মো. হাজী কাঞ্চন আলী ফরাজির ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার-ইন-চার্জ কেএম তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ইদ্রিস আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে মঠবাড়িয়া, ভান্ডারিয়া ও শরণখোলা থানায় একাধিক ডাকাতি মামলায়সহ গ্রেফতারী পরোয়ানা রয়েছে। তিনি আরও জানান, সম্প্রতি তুষখালী গ্রামের মোতালেব হাজির বাড়িতে ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলার আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হবে।
এদিকে শরণখোলা থানাসূত্রে জানাগেছে, শরণখোলার ছৈলাবুনীয়া গ্রামের বাবুল আকনের বাড়িতে ডাকাতির ঘটনায় ইদ্রিস জড়িত এবং মামলার এজাহার ভূক্ত পলাতক আসামী।