স্টাফ রিপোর্টার : ৪৬তম জাতীয় আন্তঃস্কুল গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলের বালক বিভাগে কেএম লতীফ ইনস্টিটিউশন পিরোজপুর জেলায় চ্যাম্পিয়ন ও বালিকা বিভাগে রানার্সঅাপ হওয়ায় মঠবাড়িয়ায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে মঠবাড়িয়া পৌর শহরে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
কে এম লতীফ ইনস্টিটিউশনের পরিচালনা পর্ষদের সভাপতি অাজিজুল হক সেলিম মাতুব্বর, প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, হাতেম অালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অারিফ-উল-হক, কেএম লতীফ ইনস্টিটিউশনের পরিচালনা পর্ষদের সদস্য খায়রুল ইসলাম কামাল নানু, সালাউদ্দিন ফারুক, নাসিরুল ইসলাম ডলার, অাবুল কালাম অাজাদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোপাল রায়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অারিফুর রহমান সিফাতসহ কেএম লতীফ ইনস্টিটিউশনের ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ৪৬তম জাতীয় আন্তঃস্কুল গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবলের বালক বিভাগে কেএম লতীফ ইনস্টিটিউশন জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও বালিকা বিভাগে রানার্সঅাপ হয়।