স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের স্ত্রী ষাট দশকের নারী জাগরণের সংগঠন জাতীয় মহিলা পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রেবেকা মহিউদ্দিন এর স্মরণসভা আগামীকাল বৃহস্পতিবার। এ উপলক্ষে মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সকালে দোয়া-মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। স্মরণ সভায় মরহুমার পুত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও আবাহনী ক্রীড়া চক্রের সদস্য আহম্মেদ সাজ্জাদুল আলম (ববি) উপস্থিত থাকবেন। মহিলা কলেজের অধ্যক্ষ আজীম-উল-হক স্মরণ সভায় মরহুমার সকল আত্মীয়স্বজন ও শুভাকাঙ্খীদের অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেছেন।