মঠবাড়িয়া প্রতিদিন ডেস্ক : আওয়ামী লীগ সভাপতিমÐলীর সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুয়েত মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি মীর তারেক।
এক শোক বার্তায় মীর তারকে বলেন, অ্যাডভোকেট সাহারা খাতুন ছিলেন সৎ, কর্মীবান্ধব ও জনগণের কল্যাণে নিবেদিত প্রাণ এক রাজনীতিবিদ। গণমানুষের নেতা হিসেবে প্রয়াত সাহারা খাতুনকে দেশবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন দক্ষ নারী নেত্রীত্ব এবং সৎ রাজনীতিবিদকে হারালো। আমি তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, সাহারা খাতুন বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বিজ্ঞপ্তি :