স্টাফ রপার্টার : অপরাধ দমনে মাদক উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার ও ওয়ারেন্ট তামিলে বিশেষ অবদান রাখায় বরিশাল রেঞ্জে খন্দকার মোস্তাফিজুর রহমান শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালের এপ্রিল মাসের বরিশাল রেঞ্জের মাসিক অপরাধ সভায় গত বৃহস্পতিবার পটুয়াখালী সদর থানার খন্দকার মোস্তাফিজুর রহমানকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। এ সময় বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম (বিপিএম, পিপিএম) তার হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন।