স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় সোমবার ভোলমারা গ্রামে ছেলের হাতে নির্মম ভাবে মা সাজেদা বেগম খুনের ঘটনায় ঘাতক পুত্র আ. রহিম (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
মঠবাড়িয়া থানার অফিসার ইন-চাজ কেএম তারিকুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ মঙ্গলবার বিকেলে মোবাইল ট্রাকিং এর মাধ্যমে পাশ্বপর্তী পাথরঘাটা উপজেলার চড়দুয়ানী এলাকায় অভিজান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় নিহত সাজেদা বেগমের স্বামী আ. জব্বার খান বাদী হয়ে পুত্র রহিমকে আসামী করে মঙ্গলবার বিকেলে মঠবড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইন-চার্জ কেএম তারিকুল ইসলাম জানান, আ. রহিমকে আটকের পর মাকে হত্যা করার ঘটনা স্বীকার করেছে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে ছেলে আ. রহিম (৩০) মা মাজেদা বেগম (৬০) এর কাছে এক হাজার টাকা চায়। ওই টাকা না দেয়ার জের ধরে মাটি কাটা কোদাল দিয়ে আঘাত করে। পরে শ্বাসরোধে হত্যা করে লাশ বাড়ির সামনে পুকুরে ফেলে রেখে পালিয়ে যান। পুলিশ রাতে ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে।
থানা পুলিশ সোমবার রাতে লাশ উদ্ধার করে পিরোজপুর জেলা মর্গে ময়না তদন্ত শেষে আজ মঙ্গলবার সন্ধ্যায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।